Infertility Specialist হওয়ার দরুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের নানাপ্রকরের বন্ধাতের সমস্যা নিয়ে আমার কাছে আসে সুফলের আশায়। এমনই একপ্রকার সমস্যা নিয়ে আসে আমার এই patient টি। অন্যদের তুলনায় এটি একটি অন্য রকমের ঘটনা। তারা ৮ বছর নিজেদের মতো প্রচেষ্টা করেছেন প্রেগনেন্সি আসার জন্য, বিভিন্ন ডাক্তারেরও পরামর্শ নিয়েছেন পূর্ববর্তীতে। কিন্তু বারংবার তারা অসফল হয়েছেন।….