দীর্ঘ অপেক্ষার অবসান – এই দুই ফুটফুটে কন্যা সন্তান।

Twin Girlchilds After Long Patience
Infertility Treatments,Pregnancy

দীর্ঘ অপেক্ষার অবসান – এই দুই ফুটফুটে কন্যা সন্তান।

বিগত কয়েক বছরের এই যাত্রায় আমি আমার এই Patient- টির মধ্যে দেখেছি অদম্য ইতিবাচক মানসিকতা। তারা এখন আমার পরিবারের এক সদস্য হয়ে গেছে ।তাদের সাথে যখন আমার আলাপ হয় ইতিপূর্বে তাদের বিবাহ জীবনের ১০ বছর পূর্ণ হয়েছে ।
আমার কাছে চিকিৎসাধীন থাকা কালিন নরমাল ট্রাই তে সন্তান আসার পর দুবার মিসক্যারেজও হয়।

একজন ডাক্তার হওয়ার দরুন তাদের সেই ইতিবাচক মানসিকতা দেখে আমার কোথাও গিয়ে মনে হয়েছে তাদের স্বপ্নকে পূরণ করতে হবে।সেই অনুযায়ী আমি তাদের চিকিৎসা শুরু করি। এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের প্রধান সমস্যাটির বিষয়ে তাদের সচেতন করি।

পরবর্তীতে বেশি দেরি না করে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের (IVF) হাত ধরে প্রথম বারের প্রচেষ্টাতেই তারা সফলতা লাভ করে।

গর্ভধারণের পর patient টিকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয় এবং সুস্থভাবে নয় মাস কাটানোর পর অপেক্ষার অবসান ঘটিয়ে দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।

মা ও দুই সন্তান সবাই এখন সুস্থভাবে জীবনযাপন করছে। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমিও অনেক আনন্দিত