২৪ বছরের শূন্যতা থেকে মাতৃত্বের আলো—Ovum Donation এর আশীর্বাদ

Fertility & Reproduction

২৪ বছরের শূন্যতা থেকে মাতৃত্বের আলো—Ovum Donation এর আশীর্বাদ

IVF-এর Ovum Donation পদ্ধতি অনেকের কাছেই একটা অচেনা বা অস্বস্তিকর শব্দ হতে পারে। কিন্তু অনেক সময় আমাদের বাস্তব পরিস্থিতি স্বপ্নপূরণের পথে একটু অন্যরকম পথ বেছে নিতে বাধ্য করে। ওভারিয়ান রিজার্ভ একবার শেষের পথে গেলে, প্রাকৃতিক ভাবে বা সাধারণ IVF পদ্ধতিতে গর্ভধারণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আমার এই রোগিণী ঠিক সেইরকম এক বাস্তবতার মধ্যে দিয়ে গিয়েছেন—২৪ বছরের দীর্ঘ অপেক্ষা, হতাশা আর শূন্যতা।

যখন ওভারিয়ান রিজার্ভ প্রায় শেষ, তখন Ovum Donation ছিল তার কাছে একমাত্র ভরসা। বহু চিন্তা, দ্বিধা, এবং সাহস জোগাড় করে অবশেষে তিনি সেই পথটি গ্রহণ করেন। প্রথম সাইকেলেই তার গর্ভধারণ ঘটে—এ যেন এক অলৌকিক সাফল্য। নয় মাস পর তার কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। শুধু একজন রোগী নয়, এই মা আমাদের সকলের কাছে এক উদাহরণ—যিনি সমাজের লজ্জা, ভয়, এবং ভুল ধারণাকে দূরে ঠেলে চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা রেখেছিলেন।

এই গল্প শুধু একটি মায়ের নয়, এটি আশার, সাহসের ও বিজ্ঞানের সম্মিলিত জয়গাথা। তাই দেরি না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। কারণ, মা হওয়ার স্বপ্ন কখনও ছোট নয়, আর বিজ্ঞানের হাত ধরলে তা পূরণ হতেই পারে।