বিবাহের ১৩ বছর পরেও সম্ভব গর্ভধারণ!

Pregnancy possible after 13 years of marriage!
Pregnancy

বিবাহের ১৩ বছর পরেও সম্ভব গর্ভধারণ!

বিজ্ঞানের প্রযুক্তির কারণে বিবাহের ১৩ বছর পরেও মাতৃত্বের স্বাদ অনুভব করতে সফল হচ্ছে অধিকাংশ মানুষ।
আমার এই patient টি বিবাহের ১৩ বছর ধরে সন্তানের আশায় নিজেদের মতো করে প্রচেষ্টা করছিল।

কিন্তু তার ফলস্বরূপ গর্ভধারণ করতে অসফল হয়েছে বারংবার। পরিশেষে তারা আমার কাছে আসে এবং তাদের সমস্যা টির কথা আমার সাথে share করে।

ব্লাড টেস্ট এর মাধ্যমে জানতে পারা যায় তার শরীরে anti-mullerian hormone ( AMH ) এর পরিমাণ খুবই কম অর্থাৎ patient টির শরীরে ডিম্বাশয়ের ভিতরে ফলিকলের কোষ অনেকটাই নিশ্বেষ হয়ে গেছিলো।

রক্ত পরীক্ষা করে AMH হরমোনের মাত্রা নির্ধারণের মাধ্যমে মহিলার শরীরের ডিম উৎপাদনের ক্ষমতা বা কত ডিম রয়েছে তা বোঝা যায়।

এই একমাত্র কারণের জন্যই আমার এই patient টি গর্ভধারণে অসফল হচ্ছিল। তাদের আমি পরামর্শ দি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির হাত ধরেই অর্থাৎ IVF এর মাধ্যমেই তারা সন্তানলাভ করতে পারে।

পরবর্তীতে তারা আমার পরামর্শ মতোই সেই পথেই এগিয়ে যায় এবং প্রথমবারের প্রচেষ্টাতেই গর্ভধারণে সক্ষম হন।
খুব তাড়াতাড়ি সময় পার হয়ে যায় এখন তাদের কোল  আলো করে এসেছে এক পুত্রসন্তান