একটি ছোট্ট অস্ত্রপচার মানুষের জীবনে এনে দিল আনন্দের মুহূর্ত।

Uncategorized

একটি ছোট্ট অস্ত্রপচার মানুষের জীবনে এনে দিল আনন্দের মুহূর্ত।

Infertility Specialist হওয়ার দরুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের নানাপ্রকরের বন্ধাতের সমস্যা নিয়ে আমার কাছে আসে সুফলের আশায়। এমনই একপ্রকার সমস্যা নিয়ে আসে আমার এই patient টি। অন্যদের তুলনায় এটি একটি অন্য রকমের ঘটনা। তারা ৮ বছর নিজেদের মতো প্রচেষ্টা করেছেন প্রেগনেন্সি আসার জন্য, বিভিন্ন ডাক্তারেরও পরামর্শ নিয়েছেন পূর্ববর্তীতে। কিন্তু বারংবার তারা অসফল হয়েছেন।

তাদের history সময় জানা যায় পেশেন্ট টির এটি দ্বিতীয় বিবাহিত জীবন। প্রথম পক্ষের বিবাহিত জীবনে তিনি একবার Conceive ও (গর্ভধারণ)করেছিলেন। কিন্তু কোন কারণবশত সেই ইস্যুটি মিস ক্যারেজ হয়ে যায়। মিস ক্যারেজ হওয়ার কারণে সেটি Surgical Abortion করা হয়েছিল।

এরপর দ্বিতীয় বিবাহিত জীবনে বিগত আট বছর তিনি সন্তান ধারণে অসফল হয়েছেন । এই ঘটনাটি শোনার পর প্রথমেই তার Saline Infusion Sonohysterography (SIS) এবং অন্যান্য পরীক্ষাগুলি করি। SIS পরীক্ষাটি করার সময় আমি সাদা কিছু আস্তরণ তার জরায়ু (uterus )-তে লক্ষ্য করি। আরো সুনিশ্চিত হওয়ার জন্য তাদের Hysteroscopy করার সিদ্ধান্ত জানাই।

অস্ত্রোপচার করার সময় দেখতে পাই তার জরায়ুতে ছোট ছোট একাধিক(৭-৮ টি) হাড়ের টুকরো রয়েছে। সেই হাড়ের টুকরো গুলিকে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে বার করি। হাড়ের টুকরোগুলো জরায়ুতে থেকে যাওয়ার মূলত কারণ ছিল তার প্রথম সন্তানটি মিস ক্যারেজের পর সেটি সঠিকভাবে ওয়াশ না করা।জরায়ু তে এই হাড়ের টুকরো থাকার জন্যে ভ্রূণ টি প্রতিস্হাপন হচ্ছিল না।

অস্ত্রোপচার হওয়ার কিছুদিন পরে তাদের নরমাল ট্রাই এর জন্য আমি গাইড করে দি। এবং প্রথম বারের প্রচেষ্টা তেই তিনি গর্ভধারণ করতে সক্ষম হন।