ফাইব্রয়েড কে জয় করেই নতুন পথের খোঁজে আমার এই Patient টি।

Infertility Treatments

ফাইব্রয়েড কে জয় করেই নতুন পথের খোঁজে আমার এই Patient টি।

কিছুদিন আগেই আমার সাথে আলাপ হয় একজন উচ্চশিক্ষিতা, বুদ্ধিমতী একজন ভদ্রমহিলা যিনি কলকাতার এক অন্যতম কলেজের professor।

সে আগে থেকেই জানতো তার ফাইব্রয়েড আছে। তিনি পূর্ববর্তী তে একজন ডক্টর এর অধীনে ছিলেন । ২য় মতামত এর উদ্দেশ্যে আমার কাছে আসেন।

তিনি পূর্ববর্তী তে ডাক্তারের অধীনে ছিলেন উনি ফাইব্রয়েড টি শরীর থেকে বাদ দেওয়ার সাথে তার Uterus টি বাদ দেওয়ার পরামর্শ দেন। তিনি চান নি অস্ত্রোপচারের কারণে তাঁর Uterus টি বাদ যাক কারণ তিনি মাতৃত্বের স্বাদ পেতে চান। জীবনে মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আর কিছু হতে পারে না।

আমার অধীনে আসার পর আমি তাঁকে আশ্বস্ত করি অস্ত্রোপচারের ফলে তাঁর Uterus টি বাদ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই ।তিনি সেটি শুনে খুবই চিন্তামুক্ত হন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে অতি সুক্ষভাবে অস্ত্রোপচারটি করা হয়। ফাইব্রয়েড টি অনেক বড় ছিল তাই সাবধানে সেটি সরানো হয় জাতে জরায়ুর কোন সমস্যা না হয়। বর্তমানে তিনি সুস্থভাবে তাঁর স্বাভাবিক জীবনযাপন এ ফিরে এসেছেন ।