আমার কাছে অধিকাংশ Patient গর্ভধারণের সমস্যা নিয়েই আসে , আমার এই Patient টিও তার ব্যতিক্রম নন। গর্ভধারণের সফলতার ইচ্ছাতেই আমার কাছে একজন গ্রামীণ চিকিৎসক তার স্ত্রী কে নিয়ে এসেছিলেন। এরপরেই পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি তার সমস্যার মূল কারণ তার “গর্ভনালী (Fallopian Tube) ও জরায়ু”।তাই চিকিৎসার স্বার্থে laparoscopy আর hysteroscopy করা হয়। “ Frozen Pelvis….