এন্ডোমেট্রিওসিস হল একটি স্ত্রীরোগ যেখানে জরায়ুর আস্তরণের অনুরূপ টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়।এন্ডোমেট্রিওসিস থাকা ৭০ শতাংশ মহিলার ব্যথা হয় মাসিকের সময় এবং অর্ধেক মহিলা গর্ভধারণ না করতে পারার সমস্যার সম্মুখীন হন। কিছু মাস আগে এন্ডোমেট্রিওসিস এর সমস্যা নিয়েই আমার কাছে আসে এই patient টি। এই সমস্যাবশতই তিনি গর্ভধারণ এ বারংবার বাঁধা পাচ্ছিলেন । এছাড়াও তার….