এন্ডোমেট্রিওসিস হল একটি স্ত্রীরোগ যেখানে জরায়ুর আস্তরণের অনুরূপ টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়।এন্ডোমেট্রিওসিস থাকা ৭০ শতাংশ মহিলার ব্যথা হয় মাসিকের সময় এবং অর্ধেক মহিলা গর্ভধারণ না করতে পারার সমস্যার সম্মুখীন হন।
কিছু মাস আগে এন্ডোমেট্রিওসিস এর সমস্যা নিয়েই আমার কাছে আসে এই patient টি। এই সমস্যাবশতই তিনি গর্ভধারণ এ বারংবার বাঁধা পাচ্ছিলেন । এছাড়াও তার history শুনে জানা যায় তার ইতিপূর্বে 2 বার Laproscopy হয়েছে যার মধ্যে একটি বিবাহ জীবনের পূর্বে (OVARIAN CYSTECTOMY)।
এছাড়াও তার গর্ভনালীর (fallopian tube) কিছু সমস্যা ও তার শরীরে ডিম্বাশয়ের ফলিকলের কোষ (AMH Level) অনেক টাই কমে গেছিল তা পূর্ববর্তী রিপোর্ট দেখে আমি বুঝতে পারি।
তাকে প্রথম দিনই আমার নেওয়া দুটি সিদ্ধান্ত যেটা তাদের আগামী দিনের জন্য ভালো হতে পারে সেটি সেদিনই স্পষ্টভাবে তাদের জানিয়ে দিই ।
- প্রথম টি হলো তার শরীরে ডিম্বাশয় এর ফলিকলের কোষ অনেকটা কমে যাওয়ার কারণে উন্নত চিকিৎসা বিজ্ঞানের হাত ধরেই(IVF) গর্ভধারণ করা।
- দ্বিতীয় টি হলো Laproscopy- র মাধ্যমে তার গর্ভনালী দুটি clip করে দেওয়া। যাতে পরবর্তীতে গর্ভধারনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।
তারা আমার কথা মতোই সবটা করে এবং প্রথম বারের প্রচেষ্টা তেই গর্ভধারণ করে।
এখন তাদের জীবন আলো করে এসেছে একটি পুত্র সন্তান।