আমার কাছে অধিকাংশ Patient গর্ভধারণের সমস্যা নিয়েই আসে , আমার এই Patient টিও তার ব্যতিক্রম নন। গর্ভধারণের সফলতার ইচ্ছাতেই আমার কাছে একজন গ্রামীণ চিকিৎসক তার স্ত্রী কে নিয়ে এসেছিলেন।
এরপরেই পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি তার সমস্যার মূল কারণ তার “গর্ভনালী (Fallopian Tube) ও জরায়ু”।তাই চিকিৎসার স্বার্থে laparoscopy আর hysteroscopy করা হয়। “ Frozen Pelvis “ ডিটেক্ট হয় ।
জরায়ুর চারিপাশে adhesion সরানো হয় এবং hysteroscopy করে জরায়ুর ভিতরে পর্দা সরানো হয়।অস্ত্রোপচারের পরবর্তীতে তিনি বেশ কিছু মাস চিকিৎসাধীন থাকার পর “ অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান- IVF” এর মাধ্যমে তিনি 1st cycle এ গর্ভধারণ করতে সক্ষম হন।
গর্ভাবস্থার ১ম ও ২য় Trimester সুস্থ – স্বাভাবিক ভাবে অতিক্রম করলেও ৩য় Trimester এর শেষ দিকে বেশ কিছু জটিলতা দেখা দিতে থাকে।
এর ফলে মা ও সন্তানের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়। পরবর্তীতে cesarean delivery করার সময় পেছাপ্পের থলি অনেক উপরে অবস্থানের কারণে “ Classical Cesarean “ – এটি বিরল একটি cesarean পদ্ধতি ।
সন্তান প্রসবকালীন বেশ জটিল পরিস্থিতি তৈরি হলেও অবশেষে তা কাটিয়ে উঠে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও কন্যা সন্তান দুজনেই সুস্থ আছেন