IVF-এর Ovum Donation পদ্ধতি অনেকের কাছেই একটা অচেনা বা অস্বস্তিকর শব্দ হতে পারে। কিন্তু অনেক সময় আমাদের বাস্তব পরিস্থিতি স্বপ্নপূরণের পথে একটু অন্যরকম পথ বেছে নিতে বাধ্য করে। ওভারিয়ান রিজার্ভ একবার শেষের পথে গেলে, প্রাকৃতিক ভাবে বা সাধারণ IVF পদ্ধতিতে গর্ভধারণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আমার এই রোগিণী ঠিক সেইরকম এক বাস্তবতার মধ্যে দিয়ে গিয়েছেন—২৪….
